নতুন লুকে শাহরুখ খান

বলিউড অভিনেতা শাহরুখ খানকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘জিরো’ সিনেমায়। এরপর কেটে গেছে দু’বছর। বহুদিন তাকে আর পর্দায় দেখা যায়নি। তবে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে তিনি পর্দায় ফেরার আলোচনায় থাকলেও, করোনা পরিস্থিতির কারণে বার বার থেমে যাচ্ছে এর শুটিংয়ের কাজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা খুব একটা সক্রিয় থাকেন না। তবে অভিনেতা এবার নিজেই পর্দায় ফেরার কথা জানালেন। ১২ জুন ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে কাজে ফেরার ইঙ্গিত দিলেন তিনি।

শাহরুখ তার পোস্টে কিছুটা মজা করেই লিখেছেন, ‘তারা বলেন, মাস ও দাড়ি দিয়ে সময়ের পরিমাপ করা হয়। এবার এই দাড়ি ছেঁটে কাজে ফেরার সময় হয়েছে।’

ভক্তদের সুস্বাস্থ্য কামনা করে বাদশা আরও লিখেছেন, ‘আশা করি যারা কাজে ফিরছেন, তারা সকলেই সুস্থ আছেন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, শিগগিরই কাজ শুরু হবে।’ কাজ শুরু হওয়ার খবরে উচ্ছ্বসিত তারকার ভক্তরা। সবাই তাকে স্বাগতও জানিয়েছেন। তবে এর মধ্যে অনেকেই যে ‘পাঠান’ সিনেমাটি দেখার জন্য অপেক্ষায় আছেন, তা জানাতে ভুলেননি তারা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন