নতুন রেকর্ড গড়লো বিটিএস

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল বিটিএসের নতুন গান ‘পারমিশন টু ডান্স’ রেকর্ড গড়েছে। দুই দিনেই গানের ভিউ ছাড়িয়েছে ১০০ মিলিয়ন। ৯ জুলাই গানটি প্রকাশিত হয়। প্রকাশের পরপরই ৯২টির বেশি দেশে ট্রেন্ডিংয়ে শীর্ষে চলে আসে এই গান। প্রথম ২৪ ঘণ্টায় এর ভিউ ছাড়িয়েছে ৬৩ মিলিয়ন।

গানটিতে নাচতে গিয়ে সাংকেতিক ভাষা ব্যবহার করেছেন শিল্পীরা। এতে করে তারা পেয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রশংসাও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টুইট করে জানিয়েছেন, এতে করে যারা কানে শুনেন না তারাও গানটি উপভোগ করতে পারবে।

‘পারমিশন টু ডান্স’ বিটিএসের একক অ্যালবাম ‌‘বাটার’ এর নতুন গান। ২১ জুন প্রকাশের পর রেকর্ড ভেঙেছিল ‘বাটার’ গানটিও।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের গুঞ্জন, বিটিএস-এর নতুন এই গানটির সুর এবং ভিডিওচিত্র নকল।

নতুন সিঙ্গেল ‘পারমিশন টু ড্যান্স’ মুক্তি পাওয়ার পর থেকে অনেকেই বলছেন, ওয়ান ডিরেকশন-এর ২০১১ সালে মুক্তি পাওয়া ‘হোয়াট মেইকস ইউ বিউটিফুল’ গানের সঙ্গে মিল রয়েছে এর।

তবে সুরের ক্ষেত্রে সাধারণত সম্পুর্ন নকল করার কথা নয়, তাও আবার বিটিএস’র মত জনপ্রিয় দলের। হলিউডের সংবাদমাধ্যম ফরবেস-এর প্রতিবেদন অনুযায়ী, তারা এদিক-সেদিক করে মিলিয়ে তৈরি করেছে গানটি।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন