বলিউডের অভিনেত্রী তনুশ্রী দত্ত তার একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। সেখানে তাকে ঠিক যেনো নতুন রুপে নতুনভাবে দেখা যাচ্ছে। অতিরিক্ত মেদের জন্য তনুশ্রীকে সমালোচনার স্বীকার হতে হয়েছিল। সে কারণে পছন্দসই অনেক কাজই তাকে ছেড়ে দিতে হয়েছিল। তাই এই অভিনেত্রী ২০১৯ এর দিক থেকে শুরু করেন নিয়ম মেনে শরীরচর্চা।
বর্তমানে এই অভিনেত্রী ৮০ কেজি ওজন থেকে বেরিয়ে এসে এখন ৬২ কেজিতে। অর্থাৎ ১৮ মাসে ১৮ কেজি ওজন কমিয়ে নিজেকে গড়ে তুলছেন নতুনভাবে। এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার প্রতিদিনের কাজকর্মের কথা। তিনি চর্বি জাতীয় খাবার, মিষ্টি সব পরিহার করেছিলেন এবং প্রতি সোমবার উপোস করেছেন।
নতুন কাজের সম্ভাবনায় বলিউডের অভিনেতা ও অভিনেত্রীরা শুরু করেন ডায়েট এবং নিয়মিত শরীরচর্চা।নেটিজনদের ধারণা, হয়তো এই অভিনেত্রীও তেমন কোনো নতুন কাজ নিয়ে সামনে আসতে চলছেন। তাই হয়তো নিজেকে এতো পরিবর্তন করে গড়ে তোলা।