দীর্ঘ বিরতির পর নতুন বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা।
ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউন সূত্রে জানা যায়, প্রসাধনী ব্র্যান্ড কুমারিকার একটি বিজ্ঞাপনে পূর্ণিমাকে দেখা যাবে। এই খবর নিশ্চিত করে পূর্ণিমা বলেন, “কিছুদিন ধরেই বিজ্ঞাপনটিতে কাজ করার কথা চলছিল। তাই কাজটি শেষ করতে পেরে ভালো লাগছে। আশা করছি, বিজ্ঞাপনটি সবার ভালো লাগবে।”
সম্প্রতি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ চলচ্চিত্রে কাজ করছেন পূর্ণিমা। তিনি জানান, কোভিড মহামারির কারণে শুটিং বন্ধ থাকার পর ২১ সেপ্টেম্বর থেকে আবারও ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন। বড় পর্দায় অনিয়মিত হলেও পছন্দের কাজ পেলে ছোট পর্দা কিংবা ওয়েব সিরিজে নিয়মিত হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি। সম্প্রতি তিনি অমিতাভ রেজার ‘মুন্সিগিরি’ ওয়েব সিরিজেও অভিনয় করেছেন।