নতুন চমকে দেখা গেল বাংলা চলচ্চিত্রের নায়ক আরিফিন শুভকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নায়কের দুটি স্থিরচিত্র বেশ ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রামে সেই ছবি দুটি নিজেই শেয়ার করেছেন এই তারকা।
তবে এ কোনো সিনেমার দৃশ্য নয়, আষাঢ়ে বৃষ্টিভেজা দিনে টেলিভিশন বিজ্ঞাপনের শুটিং করেছেন শুভ। ভাইরাল হওয়া ছবি দুটিতে দেখ যাচ্ছে, সুঠাম দেহের এই অভিনেতা কাবাডি খেলছেন। যাকে ঘিরে ধরে আছে ছয় থেকে সাতজন বিপক্ষের খেলোয়াড়। তাকে আটকিয়ে রাখতে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছে প্রতিপক্ষ। ছবি দুটো প্রকাশ হওয়ার পর থেকেই অভিনেতা তার লুকের ব্যাপক প্রশংসা পেয়েছেন।
এই প্রসঙ্গে ২২ জুন এনটিভি অনলাইনের সঙ্গে আলাপচারিতায় আরিফিন শুভ জানিয়েছেন, হিমালয় মেনজ ফেসওয়াশের বাংলাদেশের শুভেচ্ছাদূত তিনি। কিছুদিন আগে ঢাকায় এর বিজ্ঞাপনের শুট হয়েছে। খুব শিগগিরই টেলিভিশনের পর্দায় দেখা যাবে বিজ্ঞাপনটি। নিজের লুক নিয়ে শুভ বলেন, ‘এটা ভালো, টিভিসির একটা লুক অনেকেই পছন্দ করেছেন।’
এদিকে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় ‘বঙ্গবন্ধু’ বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে তাকে। ইতিমধ্যে সিনেমাটির ভারতীয় অংশের শুটিং শেষ করেছেন তিনি।
এছাড়াও খুব শিগগিরই নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন আরেফিন শুভ। ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই তারকা ইনস্টাগ্রামে নিজেই জানিয়েছিলেন সে তথ্য। পরিচালক রায়হান রাফি পরিচালিত ‘নূর’ ছবিতে প্রথমবারের মতো নির্বাহী প্রযোজকের দায়িত্বও নিয়েছেন তিনি। সিনেমাটি প্রযোজনা করছেন শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায়।