নকল করেছে বিটিএস!

সুর এবং ভিডিও চিত্র নকল করার অভিযোগ উঠেছে আলোচিত কে-পপ ব্যান্ড বিটিএস’র বিরুদ্ধে। এমন খবরই ঘুরে বেড়াচ্ছে সংবাদমাধ্যমে।

সম্প্রতি ‘পারমিশন টু ড্যান্স’ মুক্তি পাওয়ার পর থেকে অনেকেই বলছেন, ওয়ান ডিরেকশন-এর ২০১১ সালে মুক্তি পাওয়া ‘হোয়াট মেইকস ইউ বিউটিফুল’ গানের সঙ্গে মিল রয়েছে এর।

তবে সুরের ক্ষেত্রে সাধারণত পুরোপুরি নকল করার কথা নয়, তাও আবার বিটিএস’র মত জনপ্রিয় দলের। হলিউড নিউজ ফরবেস-এর প্রতিবেদন অনুযায়ী, তারা এদিক-সেদিক করে মিলিয়ে তৈরি করেছে গানটি।

শুধু সুর নয়, ইংলিশ-আইরিশ ছেলেদের ব্যান্ড দল ওয়ান ডিরেকশন-এর অন্য একটি গানের ভিডিওর সঙ্গেও মিল পাওয়া গেছে ‘পারমিশন টু ড্যান্স’-এর। সেই গানটা হলো ২০১৪ সালের হিট গান ‘স্টিল মাই গার্ল’। ‘পারমিশন টু ড্যান্স’ গানটির কথা লিখেছেন এড শিরান।

তবে গান নিয়ে মিল-অমিল যাই থাকুক না কেনো, বিটিএস মানেই রেকর্ড। আর সেই পথেই যাচ্ছে নতুন গানটি। প্রিমিয়ারের মাত্র ৫ ঘন্টায় গানটির ভিউ দাঁড়িয়েছে ২কোটি ৩৮ লাখ।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন