ধুমপান ছাড়তে বললেন অপু বিশ্বাস

ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস মহামারিতে আতঙ্কে আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত বলেছেন তিনি। অপু বিশ্বাস সবাইকে সাবধানে থাকতে পরামর্শ দিয়েছেন।

২৯ এপ্রিল অভিনেত্রী অপু বিশ্বাস তার ফেসবুকে ওয়ালে একটি ভিডিও শেয়ার করেছেন, সেখানে তিনি বলেন, ‘গত দেড় বছর ধরে পুরো বিশ্ব এই মহামারি মোকাবেলা করে যাচ্ছে। এই মহামারিতে অনেকে প্রিয়জনকে হারিয়েছেন, অনেকেই প্রিয়জন হারাবেন, হয়তো সেই দিন গুণছেন। আমি আপনাদের ছোট্ট একটি অনুরোধ করতে চাই। যারা ধূমপান করেন দয়া করে ধূমপান ছেড়ে দিন। কারণ আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে।’

সবার সুস্থতা কামনা করে অভিনেত্রী আরো বলেছেন, ‘আজকে হয়তো কারো মৃত্যু টিভিতে একটি সংখ্যা। কিন্তু আপনি আপনার পরিবারের কাছে পুরো পৃথিবী। তাই আমি বলি যারা ধূমপান করেন, তারা দয়া করে ধূমপান ছেড়ে দিন। আমরা সবাই জানি ধূমপান হার্টের ক্ষতি করে।’

অপু আরো জানান, যখন থেকে তিনি বুঝতে শিখেছেন নিজের বাবা-কাকাকেও ধূমপান কমানোর অনুরোধ করে আসছেন।  ‘আজ পৃথিবীতে আমার বাবা-কাকা কেউ নেই। কিন্তু আমি এটা জানি আমাকে যারা ভালোবাসেন, যারা বয়ষ্ক, তারা সবাই আমার বাবা-কাকার মতো। তাদের প্রতি শ্রদ্ধা রেখে ছোট মানুষের মতো আমি অনুরোধ করে বলছি কেউ ধূমপান করবেন না।’

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন