মার্কিন তারকা পপশিল্পী লেডি গাগা নিজের সাথে ঘটে যাওয়া লুকোনো এক সত্যকে প্রকাশ করলেন। তারকার বয়স যখন ১৯ বছর সেই সময় তার সাথে ঘটে যায় এক ভয়ংকর ঘটনা। ধর্ষণের স্বীকার হয়েছিলেন তিনি এবং সেই ধর্ষণের ফলে নিজের অজান্তেই তিনি গর্ভধারণ করেন।
সম্প্রতি অ্যাপেল টিভি প্লাসের নতুন সিরিজ ‘দ্য মি ইউ কান্ট সি’ এর প্রথম পর্বে তার সাথে ঘটে যাওয়া এ ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন তিনি।
লেডি গাগা বলেন,’আমি একজন সংগীত প্রযোজকের কাছে ধর্ষণের স্বীকার হয়েছিলাম। আমি আমার পোশাক না খুললে সে আমার সংগীতের সব রেকর্ড পুড়িয়ে ফেলবে বলে হুমকি দিয়েছিল।’
তিনি আরও জানান, এই ঘটনার পর তিনি মানসিকভাবে প্রচন্ড ভেঙে পড়েছিলেন। প্যারানয়া নামে একটি রোগে ভুগেছিলেন। প্যারানয়া রোগটি একটি প্রবৃত্তি বা চিন্তাধারার প্রক্রিয়া। সারাক্ষণ তিনি ভয় আর আশঙ্কার মধ্যে কাটিয়েছিলেন। যার ফলে সংগীত জীবন থেকে তাকে দীর্ঘ সময় বিরতি নিতে হয়েছিল।
অনুষ্ঠান চলাকালীন সময়ে এসব কথা বলতে বলতে অভিনেত্রী কান্নায় ভেঙে পড়েন। তিনি আরও বলেন, ‘অনেকে হয়তো এমন ঘটনায় বিব্রত নন, কিন্তু আমি বিব্রত। আমি সেই মানুষটির মুখোমুখি কখনোই হতে চাই না। ‘