আসছে ‘দ্য ফাদার’এর সিক্যুয়েল ‘দ্য সন’। এই সিনেমায় প্রধান চরিত্রে রয়েছেন অভিনেতা হিউ জ্যাকসন ও অভিনেত্রী লরা ডার্ন। এ সিনেমায় বাবা ছেলের দৃঢ় সম্পর্কের এক চিরন্তন গল্পের পাশাপাশি বলবে ডিপ্রেশনের ব্যাপার সচেতন হওয়ার কথাও।
সদ্য ‘বাফটার’ মঞ্চ থেকে ফ্লোরিয়ান জেলার পরিচালিত ‘দ্য ফাদার’ ছবিতে চোখধাঁধানো অভিনয়ের জন্য সেরা অভিনেতা পুরষ্কার জিতে নিয়েছেন অ্যান্থনি হপকিন্স। এছাড়াও চলতি বছরের অস্কারে ‘সেরা ছবি’, ‘সেরা অভিনেতা’, ‘সেরা সহ-অভিনেত্রী’, ‘সেরা চিত্রনাট্যে’র মতন একাধিক বিভাগে মনোনয়ন পেয়েছে এই ছবি।এবার আসতে চলছে এই বহুল চর্চিত সিনেমা ‘দ্য ফাদার-র’ সিক্যুয়েল ‘দ্য সন’। এই সিনেমাতেও পরিচালক হিসেবে থাকবেন ফ্লোরিয়ান জেলার। নিজের পরিচালিত বিখ্যাত নাটকের গল্প থেকেই এই ছবির চিত্রনাট্য লিখেছেন জেলার ও ক্রিষ্টোফার হ্যাম্পটন।
‘দ্য ফাদার’ সিনেমায় যেমন দেখা গিয়েছিল অ্যালজাইমার্স রোগের সাথে অবিরাম লড়াই করে টিকে থাকা এক বৃদ্ধের গল্প। ঠিক তেমনই ‘দ্য সন’ ছবির গল্পে ঘোরাফেরা করবে কৈশোর বয়সের ডিপ্রেশন বা হতাশার খুঁটিনাটি বিষয় গুলো নিয়ে।’দ্য সন’ সিনেমাটি বলবে বাবা-ছেলের সম্পর্কের কথা।
সূত্র-দ্য হিন্দুস্তান টাইম