দ্বৈত গান নিয়ে এসেছেন তানভীর-রদিয়া

দীর্ঘ ৬ বছর আগে জাহিদ আকবরের গীতিকবিতায় এবং তানভীর তারেকের সুরে দ্বৈত গান ‘চাঁদের শহরে’ প্রকাশিত হয়েছিল। এবার দীর্ঘ বিরতির পর এই গীতিকার ও সুরকার জুটি তাদের নতুন গান নিয়ে হাজির হচ্ছেন।

অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের খবর, ‘চোখ জুড়ে কথা’ শিরোনামের একটি গান ৩টি ভার্সনে মুক্তি পাবে বলে জানিয়েছে তানভীর। দুটি সলো এবং একটি ডুয়েট ভার্সনে প্রকাশিত হবে গানটি।

ডুয়েট ভার্সনটিতে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী রদিয়া। রদিয়া একজন কানাডা প্রবাসী। এছাড়াও তার আরেকটি পরিচয়, তিনি দেশের কিংবদন্তি সংগীতজ্ঞ ওস্তাদ মুন্সী রইসউদ্দীনের নাতনি এবং দেশবরেণ্য আশিকুজ্জামান টুলু’র কন্যা।

এই গানটি প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সুরকার তানভীর তারেক বলেন, ‘রদিয়ার কণ্ঠের ভক্ত আমি ওর প্রথম গান রিলিজ হওয়ার পর থেকেই। অদ্ভূত ম্যাচিউরিটি আর মাদকতা ওর কণ্ঠে। আর টুলু ভাইতো আমাদের গুরুতুল্য। আমি সৌভাগ্যবান যে, এই গুণী মানুষটি আমাকে ভীষণ আদর করেন। তাই গানটির প্রমো ফেসবুকে পোস্ট দেবার পর টুলু ভাইকে আমি আমার আইডিয়ার কথা শেয়ার করি। টুলু ভাই পুরো ট্র্যাকটা পাঠাতে বলেন। পুরো মিউজিক ট্র্যাকটি তার ভীষণ পছন্দ হয়, এরপর রদিয়ার সাথে গানের প্রজেক্টটি ফাইনাল করি। গানটি রদিয়া আর আমি যেমন ডুয়েট গাইবো। তেমনি দুজনার আলাদা আলাদা সলো ভার্সনও বের হবে। এরই ভেতরে আমার সলো ভার্সনটি মুক্তি দিয়েছি সাউন্ডস অব তানভীর চ্যানেলে। ডুয়েট গানটি ঈদ উপলক্ষে রিলিজ করার প্ল্যান।’

গীতিকার জাহিদ আকবর সম্পর্কে তিনি বলেন, তিনি প্রেমের গানে বরাবরই অনবদ্য। তিনি আশা করছেন দর্শকরা দারুণ কিছু পাবেন।

গীতিকবি জাহিদ আকবর বলেন, গত দুই বছরে তিনি খুব কম গান লিখেছন। বন্ধু তানভীর প্রস্তাব দেয়ায় তার কথা ফেলতে পারেননি। তাই তিনি বছর খানিক আগে একটি গানের লিরিক দেন তানভীরকে। তানভীর কয়েকটি সুর সিলেক্ট করেন এর মধ্যে বাছাই করা একটি সুর জাহিদের অনেক পছন্দ হয়। আর সেই সুর প্রসঙ্গে জাহিদ বলেন, ‘একজন সাধারণ শ্রোতা হিসেবে গানটি আমি বারবার শুনেছি। মুগ্ধতা কমেনি। আশা করি শ্রোতাদেরও একই মত হবে।’

কণ্ঠশিল্পী রদিয়া বলেন, ‘তানভীর আংকেলের সাথে পরিচয় গত বছর যখন দেশে যাই। সেখানে তার একটি শো’তে আমি ও বাবা অতিথি ছিলাম। এছাড়া তার বাড়িতেও একটি আমন্ত্রণে গান করি। এই কম্পোজিশনটি বেশ কিছুদিন আমি প্র্যাকটিস করে তবেই গেয়েছি। দারুণ একটি কম্পোজিশন। বাকিটা শ্রোতারা বলুক।’

রদিয়ার এই সলো ভার্সনটির মিক্স ও মাস্টার করবে রদিয়ার ছোট ভাই নাওয়ার এবং বাকি দুটো মিক্স মাস্টারিং করবেন তানভীর। গানের ৩টি ভার্সনই মুক্তি পাবে সাউন্ডস অব তানভীর ও স্বাধীন মিউজিক অ্যাপে।

এমন আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ বিনোদন