দ্বিতীয় সন্তানের প্রত্যাশায় আছেন গীতা ও হারভজন সিং

বলিউড অভিনেত্রী গীতা ও ভারতীয় ক্রিকেটার স্বামী হারভজন সিং যাদেরকে সেরা জুটি বলে সবাই চিনেন। অনেকেরই কাছে এই দম্পতি সেরা। গীতা বসরা প্রায়ই তাদের সুন্দর মুহূর্তের ছবি গুলো সোশ্যাল যোগাযোগের মাধ্যমে শেয়ার করে থাকেন।

গতকাল এই অভিনেত্রী তার জন্মদিন উপলক্ষে একটি বিশেষ ঘোষণা শেয়ার করেন। খুব শীঘ্রই তিনি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। এই দম্পতি তার ৪ বছরের কন্যা সন্তান হিনায়া হির সহ একটি পারিবারিক ছবি শেয়ারের সাথে এই ঘোষণাটি দেন। হিনায়ার টি-শার্টের উপর লেখা ছিল ‘শীঘ্রই বড় বোন হতে যাচ্ছি’। ছবিগুলো শেয়ার করার সাথে গীতা আরও লিখছেন, ‘আসছেন… জুলাই ২০২১।’

পোস্ট করার পর থেকেই শুরু হয় একের পর এক অভিনন্দন বার্তা। ক্রিকেটার তারকা থেকে শুরু করে বলিউড তারকারাও জানাচ্ছেন অভিনন্দন বার্তা। সেই সাথে আমরা থ্রি-সিক্সটিন বিনোদন এর পক্ষ থেকে এই দম্পতিদের জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন