প্রায় দেড় বছর পর আবার চালু হচ্ছে ঢাকার মধুমিতা প্রেক্ষাগৃহ।
৮ অক্টোবর টলিউড অভিনয়শিল্পী জিৎ ও মিমি চক্রবর্তীর ‘বাজি’ চলচ্চিত্র দিয়ে মধুমিতা প্রেক্ষাগৃহের পর্দা উঠবে। প্রেক্ষাগৃহটির কর্ণধার ইফতেখার উদ্দীন নওশাদ বলেন, “৮ অক্টোবর ‘বাজি’ ছবিটি প্রদর্শনীর জন্য হলটি প্রস্তুত করছি আমরা। অনেক দিন বন্ধ ছিল। হলের ভেতরে–বাইরে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। পর্দা, প্রজেক্টর, সাউন্ড মেশিনগুলো ঠিকঠাক আছে কি না, পরীক্ষা করা হচ্ছে।“
মধুমিতা প্রেক্ষাগৃহকে টিকিয়ে রাখতে দর্শকের ওপরই ভরসা রাখছেন নওশাদ। প্রসঙ্গত, গত বছরের মার্চে করোনার প্রথম ঢেউ আসার পর থেকেই প্রেক্ষাগৃহটি বন্ধ আছে।
নওশাদ জানান, আগামী ডিসেম্বর নাগাদ চলচ্চিত্র প্রদর্শনের জন্য নতুন প্রজেক্টর মেশিন ও ডলবি সাউন্ডের ব্যবস্থা করা হবে মধুমিতা প্রেক্ষাগৃহে। তিনি বলেন, “হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি ঘোষণা দিয়েছে, এখন থেকে তাদের প্রযোজিত সব নতুন ছবি আগে সিনেমা হলে মুক্তি দেবে। সেই হিসেবে আপাতত বাংলাদেশি নতুন ছবি নিয়মিত না পাওয়া গেলেও ইংরেজি ছবি দিয়ে হল চালু রাখার চেষ্টা করব।“