মুক্তির প্রথম দুই দিনে ১১ কোটি রুপির বেশি আয় করেছে তেলেগু রোমান্টিক ড্রামা ‘লাভ স্টোরি’।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ফিল্মিবিট জানায়, তেলেগু তারকা নাগা চৈতন্য ও সাই পল্লবী অভিনীত চলচ্চিত্র ‘লাভ স্টোরি’ চলচ্চিত্রটি গত ২৪ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে। বর্ণবৈষম্য নিয়ে চলচ্চিত্রটির দেয়া বার্তা বিশেষভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
ভারত এবং ভারতের বাইরে বক্স অফিসে বেশ ভালো সাড়া ফেলেছে ‘লাভ স্টোরি’। অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় মুক্তির প্রথম দিনই ৬.৯৪ কোটি রুপি এবং দ্বিতীয় দিন চার থেকে পাঁচ কোটি রুপি আয় করেছে চলচ্চিত্রটি।
‘লাভ স্টোরি’ চলচ্চিত্রে নাগা-সাই ছাড়াও অভিনয় করেছেন দেব্যানি, রাও রমেশ, পোসানি কৃষ্ণ মুরালি, রাজিব কানাকালা, ঈশ্বরী রাও, সত্যম রাজেশ, উত্তেজ, থাগুবথু রমেশ প্রমুখ।