দুই কোটি রুপি সিনেমা সেট জলাঞ্জলি

জনপ্রিয় সিনেমা ড্যানিশ ফিল্মের অনুপ্রেরণায় ভারতে নির্মিত ‘থ্যাঙ্ক গড’-এর মহরত অনুষ্ঠিত হয় গত জানুয়ারিতে। ইন্দ্র কুমারের এই সিনেমার প্রথম দফায় শুটিংয়ের জন্য বিরাট একটি সেট তৈরি করা হয়েছিল। সেটটি নির্মাণে খরচ হয় প্রায় ২ কোটি রুপি (প্রায় ২ কোটি ৩ লাখ টাকা)। সিনেমার কাজ শেষ হওয়ার আগেই মহারাষ্ট্রে  করোনার প্রকোপ বেড়ে যায়। আসে লকডাউনের ঘোষণা। শুরুতে ধীর গতির লকডাউন হলেও পরবর্তীতে কড়া লকডাউন আসে।

যার ফলে শুটিংয়ের কাজ থেমে যায়। এমন পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য ফ্লোর ভাড়া নিয়ে রাখা অসম্ভব।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নির্মাতা প্রতিষ্ঠানের কাছে দুটিই সুযোগ, হয় সেটটি ভাড়া দিয়ে আটকে রাখতে হবে, না হয় ২ কোটি রুপি খরচে তৈরি করা সেট ভেঙে ফেলতে হবে! ‘গ্র্যান্ড মাস্তি’র পরিচালক ইন্দ্র কুমার শেষ পর্যন্ত ভেঙেই ফেললেন অব্যবহৃত শুটিং সেটটি। এক সেট নির্মাণেই তাকে ২ কোটি টাকা লোকসান গুণতে হল।
এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে অজয় দেবগান, সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুল প্রীত সিংকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন