সরকারি অনুদানের চলচ্চিত্র ‘ভাঙন’ দিয়ে দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরেছেন ঢালিউড তারকা আরিফা পারভীন জামান মৌসুমী।
ঢাকা শহরের ছিন্নমূল মানুষদের জীবনের দুঃখ-কষ্ট নিয়ে ‘ভাঙন’ চলচ্চিত্রটি নির্মাণ করছেন মীর্জা সাখাওয়াত হোসেন। তার বরাতে দৈনিক দ্যা ডেইলি স্টার জানায়, এই চলচ্চিত্রে মৌসুমী রেলওয়ে স্টেশনের এক চুড়ি বিক্রেতার ভূমিকায় অভিনয় করছেন। দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো গল্প নিয়ে নির্মিত জীবনঘনিষ্ঠ এক চলচ্চিত্র ‘ভাঙন’ – এমনটাই জানান মৌসুমী।
গতকাল ১৫ সেপ্টেম্বর থেকে জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ নামের আরেকটি চলচ্চিত্রের শুটিং শুরু করলেন মৌসুমী। করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর ফেরা প্রসঙ্গে তিনি বলেন, “সিনেমার জন্যই এত মানুষের ভালোবাসা পেয়েছি। বিরতি শেষে শুটিংয়ে ফিরে ভালো লাগছে।“
‘সোনার চর’ চলচ্চিত্রের প্রেক্ষাপট ১৯৭৫ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত। গ্রামীণ জীবনের নানা চিত্র এবং এর মাঝে একটি ভালোবাসার গল্প দেখানো হবে এই চলচ্চিত্রে। এতে মৌসুমী অভিনীত চরিত্রের নাম ময়মুন, আর গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন ওমর সানী। মৌসুমী বলেন, “আমি সব সময় গল্প ও চরিত্রের ওপর জোর দিই। এখনো সেটা অব্যাহত আছে।“
পরিচালক জাহিদ হোসেন বলেন, “গাজীপুরে প্রথম লটের শুটিং শেষে সোনার চর সিনেমার শুটিং করবো ভোলার কোনো একটি চরে।“
আশুতোষ সুজন পরিচালিত সরকারি অনুদানের ‘দেশান্তর’ চলচ্চিত্রেও অভিনয় করবেন মৌসুমী। শীঘ্রই এই চলচ্চিত্রটির শুটিং শুরু হবে।