দীপিকা নিচ্ছেন ৮ কোটি

বেশ কিছুদিন আগে এক বড় প্রোজেক্টের ঘোষণা দিয়েছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কারজয়ী নির্মাতা নাগ অশ্বিন। জানা গিয়েছিল সেই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন দীপিকা ও প্রভাস। এছাড়াও শোনা যায় এই সায়েন্টিফিক থ্রিলারে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অমিতাভ বচ্চন।

ফিল্মিবিটের প্রতিবেদন অনুযায়ী, নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমার বাজেট ৩০০ কোটি টাকা। সিনেমাটির শুটিং শুরু হবে এ বছরের শেষ দিকে অথবা ২০২২ এর শুরুতে। তবে সিনেমাটির নাম এখনোও প্রকাশ্যে আসেনি।

জানা গেছে, এই সিনেমায় অভিনয়ের জন্য দীপিকা পাডুকোন মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন। সিনেমাটির জন্য তিনি দাবি করেছেন ৮ কোটি রুপি। শুধু তাই নয় অর্থের সঙ্গে তাকে দিতে হবে ভ্রমণ ও হোটেল খরচও।

বৈজয়ন্তী মুভিসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করবেন সি অশ্বনী দত্ত এবং সঙ্গীত পরিচালনা করবেন মিকি জে মেয়ার।

এছাড়াও দীপিকা পাডুকোনের হাতে রয়েছে বেশ কয়েকটি কাজ। স্বামী রণবীরের সঙ্গে তাকে দেখে যাবে ‘৮৩’ সিনেমায়। শাহরুখ খানের সাথে ‘পাঠান’ এবং শকুন বাত্রার নাম ঠিক না হওয়া একটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অন্যদিকে অভিনেতা প্রভাসের হাতে রয়েছে ‘সালার’, ‘রাধে শ্যাম’ ও ‘আদিপুরষ’।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন