দীপা খন্দকারের ‘রিভেঞ্জ’

প্রিয়-চেনা মুখ অভিনেত্রী দীপা খন্দকার শুধু টেলিভিশন পর্দায় নয় পাশাপাশি বড় পর্দায়ও অভিনয় করেছেন এই তারকা। কলকাতার ‘ভাইজান এলো রে’ সিনেমার মাধ্যমে সিনেমার পর্দায় পা রাখেন দীপা। এরপর নির্মাতা সাইফুল মান্নুর ‘পায়ের ছাপ’ শিরোনামে আরেকটি সিনেমায় অভিনয় করেন তিনি। জানা গেছে দীপা খন্দকার ‘রিভেঞ্জ’ শিরোনামে নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। ১২ জুন থেকে ছবির শুটিং শুরু হবে, এই সিনেমায় তাকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

৭ জুন দীপা এনটিভি অনলাইনকে জানান, ‘এটি এফডিসি ঘরানার প্রথম মানে বাংলাদেশি কমার্শিয়াল প্রথম সিনেমা হতে যাচ্ছে। সেজন্য বেশি ভালো লাগছে। এর আগে কলকাতার কমার্শিয়াল সিনেমায় অভিনয় করেছি। এই সিনেমার চরিত্র আমার ভালো লেগেছে।’

এই সিনেমায় দীপা খন্দকার ছাড়াও আরও অভিনয় করবেন অভিনেত্রী শবনম বুবলি, জিয়াউল রোশন, মিশা সওদাগর সহ আরো অনেকেই। ‘রিভেঞ্জ’ সিনেমার মধ্য দিয়ে এই প্রথমবার পরিচালকের খাতায় নাম লেখালেন প্রযোজক মোহাম্মদ ইকবাল।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন