মালদ্বীপে ভ্রমণ কিংবা জন্মদিনের পার্টি অথবা বিভিন্ন অনুষ্ঠান, সাম্প্রতিক সময়ে প্রায় সব জায়গাতেই একসঙ্গে দেখা যায় বলিউডের তরুণ দুই শিল্পী টাইগার শ্রফ ও দিশা পাটানিকে। তারা তাদের সম্পর্কের অফিসিয়ালি ঘোষণা না দিলেও তাদের রসায়ন দেখে অনেকেই ধরে নিচ্ছেন প্রেম চলছে এই দুই তারকার।
কিন্তু এবার দিশাকে ছেড়ে তারা সুতারিয়াকে নিয়ে রাশিয়া পাড়ি দিচ্ছেন টাইগার!
জাল ঘোলা হওয়ার আগেই বলে দেয়া ভালো, টাইগারের আসন্ন সিনেমা ‘হিরোপান্তি-টু’ এর শুটিংয়ের জন্য আগামী জুলাই মাসে মস্কো যাচ্ছে ছবির পুরো টিম। আর সেই টিমে আছেন তারা সুতারিয়াও। চলতি বছরের মার্চে এই সিনেমার কাজ শুরু হয়। তবে করোনার কারণে পিছিয়ে যায় সিনেমার শুটিং। সম্প্রতি মহারাষ্ট্রের সরকার আবার অনুমতি দিয়েছেন শুটিং শুরু করার। তাই আবার শুরু হয়ে গেছে বাকি থাকা কাজ গুলো।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, দুটি গান এবং কিছু অ্যাকশন সিকোয়েন্সের শুট হবে মস্কোতে। টাইগার আর তারা ছাড়াও এই সিনেমায় আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। ভিলেনের ভূমিকায় টাইগার শ্রফের মুখোমুখি হবেন নওয়াজউদ্দিন।