অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উঠে আসে অজানা সব তথ্য। বেরিয়ে আসে বলিউড তারকাদের মাদক সেবন করার তথ্য। একাধিক তারকারা আটক হন। এখনো জড়িয়ে আছে একাধিক তারকার নাম। সেই সূত্র ধরে ৫ মে মুম্বাই পুলিশ ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি নারকোটিক সেল গ্রেফতার করলেন বর্ষীয়ান অভিনেতা দালীপ তাহেলির ছেলে ধ্রুব তাহেলিকে।
হিন্দুস্তান টাইমস এর তথ্য অনুযায়ী, পুলিশ সূত্রে জানা গেছে, তদন্তে হোয়াটস অ্যাপ চ্যাটের সূত্র ধরে বেরিয়ে আসে ধ্রুবের নাম। অভিনেতা দালীপের ছেলে ধ্রুব নিয়মিত যোগাযোগ করতেন মাদক বিক্রেতার সঙ্গে ।
এর আগে ২০ এপ্রিল মুজ্জামিল আব্দুল রহমান শেখকে গ্রেফতার করেন মুম্বাই পুলিশ। মুজ্জামিলের কাছ থেকে পুলিশ ৩৫ গ্রাম মেফিড্রোন উদ্ধার করেন। সেই সূত্র ধরে বেরিয়ে আসে ধ্রুবের নাম। মাদক পাচারকারীর সঙ্গে হোয়াটসঅ্যাপের চ্যাট খুঁজে পান তদন্তকারীরা। দু বছর ধরে মুজ্জামিলের সঙ্গে যোগাযোগ রাখছেন ধ্রুব। এছাড়াও মুজ্জামিলের ব্যাংক অ্যাকাউন্টে ৬ বার টাকা পাঠিয়েছেন ধ্রুব।