মানিকগঞ্জ জেলা সিঙ্গাইর উপজেলায় ক্রীড়াসংস্থার অস্থায়ী কার্যলয়ে দীর্ঘ এগারো বছর ধরে নিরাভরণ নামক থিয়েটার দলটি তাদের দলীয় কার্যক্রম এবং নাটকের মহড়া করে আসছে।নিরাভরণ থিয়েটার বাংলাদেশ গ্রাম থিয়েটার ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের এর অন্তর্ভুক্ত।
গত ১৩ তারিখ বুধবার উপজেলা প্রশাসনের মাধ্যমে জানতে পারেন অগ্নিকান্ডের কথা। উল্লেখ যে কোভিড সময়ে অস্থায়ী আনসার ক্যাম্প হিসেবে ব্যবহার করার জন্য উপজেলা প্রশাসন নিরাভরণ থিয়েটারে কর্মীদের কাছ থেকে চাবি সংগ্রহ করে থাকে। গত ১৩ এপ্রিল রুমের দরজা খুলে দেখা গেছে ফ্লোরে আগুন। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত জানা যায়নি। আগুনে পুড়ে গেছে তিনটি মঞ্চ নাটকের সেট, প্রপস এবং মিউজিক হ্যান্ড।
নাট্যদলটির প্রতিষ্ঠাতা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে লিখেছেন,’নিজের হাড় পোঁড়ার মতোই দুঃসংবাদ।’
এমন ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা। তাদের মতে এটা একটি জঘন্যতম অপরাধ।