ঈদকে ঘিরে প্রতিবছর অসংখ্য নাটক প্রচারিত হয়ে থাকে। তবে এতো নাটকের মধ্যে সব নাটকই কি দর্শকের মন জয় করে নিতে পারে? অবশ্যই নয়। কিন্তু কিছু নাটকের গল্প, চিত্রনাট্য, সংলাপ, অভিনয় দর্শকের মনে দাগ টেনে যায়।
তেমনি এক নাটক ‘রাজা’ কমেডি নাটক হিসেবে এই নাটকটির জুড়ি মেলা ভার। ঢাকাইয়া ভাষায় নির্মিত হয়েছে নাটকটি। ইতিমধ্যে নাটকটি তিন দিনে ত্রিশ লাখ ভিউয়ের হিসেবে বাকি নাটকের থেকে এগিয়ে আছে।
১৫ মে নাটকটি ঈগল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রচারিত হয়েছে এবং মাত্র তিন দিনে ৩ মিলিয়ন ভিউ ছাড়িয়ে গেছে।
নাটকটি নির্মাণ করেছেন মাহমুদুর রহমান হিমি। প্রধান চরিত্রে অভিনয়ে করেছেন আফরান নিশো ও মেহাজাবিন চৌধুরী ।