ভারতের রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)-কে তালেবানের সঙ্গে তুলনা করে তোপের মুখে পড়েছেন চলচ্চিত্রকার ও কবি জাভেদ আখতার।
গত ৩ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তালেবান প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইঙ্গিতপূর্ণ একটি মন্তব্য করেছিলেন জাভেদ আখতার। এই মন্তব্যের জন্য বর্ষীয়ান এই শিল্পীকে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে বলে হুঙ্কার দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেতা রাম কদম।
গতকাল ৪ সেপ্টেম্বর মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক রাম কদম বলেন, “‘জাভেদ আখতার যদি আরএসএসের কাছে ক্ষমা না চান, তাহলে তার সঙ্গে সম্পর্ক আছে এমন কোনও ফিল্ম দেখাতে দেওয়া হবে না।… জাভেদ আখতারের বিবৃতি শুধু লজ্জাজনক নয়, তা সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের কোটি কোটি অনুগামীর কাছে দুঃখজনক ও আপত্তিকর। … ওই মন্তব্য করার আগে জাভেদ আখতারের ভাবা উচিত ছিল আরএসএস মতাদর্শের লোকজনই এখন সরকার চালাচ্ছেন। তারা রাজধর্ম পালন করছেন। তারা যদি তালেবান হতেন, তাহলে জাভেদ আখতার কি ওই মন্তব্য করতে পারতেন? সংঘের কর্মীরা মানুষের উপকারের জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের কাছে জাভেদ আখতারকে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে।“
সেই সাক্ষাৎকারে জাভেদ আখতার বলেছিলেন, “তালেবান যেমন ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তেমন আর এক দল মানুষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইছে। এদের মানসিকতা এক রকম। সে তারা মুসলিম, খ্রিস্টান, ইহুদি বা হিন্দু — যেই হোক না কেন। তালেবান বর্বর। ওদের কার্যকলাপ নিন্দনীয়। কিন্তু যারা আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলকে সমর্থন করেন, তাদের মানসিকতাও কিছু আলাদা নয়।“