তৃতীয় সন্তানের মা হলেন গ্যাল গ্যাডট

তৃতীয় সন্তানের মা হলেন ইসরাইলি অভিনেত্রী গ্যাল গ্যাডট। সম্প্রতি ইনস্টাগ্রামে কন্যা সন্তানের ছবি শেয়ার করে নিজেই জানিয়েছেন এই সুখবর। মেয়ের নাম রেখেছেন ড্যানিয়েলা।

ইন্সটাগ্রামে পুরো পরিবার সহ একটি ছবি শেয়ার করেছেন গ্যাল গ্যাডট। সদ্য জন্ম নেয়া শিশু ড্যানিয়েলি ছাড়াও সেই ছবিতে আরো আছেন ৯ বছর বয়সী মেয়ে আলমা, ৩ বছর বয়সী মায়া এবং স্বামী তেল আভিভ।

ছবিটির শিরোনামে তিনি লিখেছেন, ‘আমার মিষ্টি পরিবার। আমরা সকলেই ড্যানিয়েলাকে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং উচ্ছ্বসিত। এই আনন্দ লিখে প্রকাশ করার মতো নয়। আপনাদের সবার জন্য ভালোবাসা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ হওয়ার পর থেকেই শুভেচ্ছা জানিয়েছেন তার অনুরাগীরা। হলিউড তারকা ছাড়াও শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি মডেল হিসেবেও সুখ্যাতিও রয়েছে তার। ২০১৩ সালে ইসরায়েলি অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হিসেবে দ্বিতীয় হয়েছিলেন তিনি।
সর্বশেষ এই তারকাকে দেখা গেছে ২০১৭ সালে মুক্তি প্রাপ্ত সিনেমা ‘ওয়ান্ডার ওম্যান’, ‘জাস্টিস লিগ’ সিনেমায়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন