তৃণমূলের জয়ে বাবাকে মনে পড়ছে স্বস্তিকার

২০২০ সালে ১১ মার্চ মারা যান বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির পিতা অভিনেতা সম্ভু মুখোপাধ্যায়। সম্ভু মুখোপাধ্যায় বড়পর্দার পাশাপাশি ছোটপর্দায়ও অভিনয় করেছেন। ‘রাজা’, ‘হারমোনিয়াম’, ‘সংসার সীমান্তে’, ‘গণদেবতা’সহ বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি।

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি টুইটারে লিখেছেন, ‘আজ আমি বাবাকে খুব মিস করছি। মিস করছি ”ভবানিপুরের গালি”। মিস করছি ওর সেই আনন্দভরা বিদ্রুপ। অসংখ্য ফোন কল যা তিনি করতেন অন্য মতাদর্শের মানুষকে উপহাস করার জন্য। ওর সম্মানেই আজ আমার বাড়ির সমস্ত ঘরের টিভির ভলিউম রয়েছে ৯০ তে।’ ভবানীপুরের ফলাফল তৃণমূলের পক্ষে যাওয়ার পরেই টুইটটি করেন এই আলোচিত-সমালোচিত অভিনেত্রী।

কখনো তাকে রাজনীতি নিয়ে মন্তব্য করতে দেখা যায়নি বরাবরই তিনি এসব ইস্যু থেকে দূরত্ব বজায় রেখে চলেছেন।

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির টুইট আপাতত ভাইরাল। টুইটের মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেই জানিয়েছেন, তারাও অভিনেত্রীর মতো পরিবারসহ টিভির সামনে বসে উপভোগ করছেন ভোটের ফলাফল।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন