২৫ তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন অভিনেতা ববি দেওল। ১৯৯৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ববি-তানিয়া। স্ত্রী তানিয়ার সঙ্গে বিয়ের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করলেন ববি।
শিরোনামে স্ত্রী তানিয়ার উদ্দেশ্য ববি লেখেন, ‘তুমি আমার হৃদয়, আমার আত্মা। তুমিই আমার কাছে গোটা পৃথিবী। সবটুকু ভালোবাসা রইল তোমার জন্য। ২৫ বছরের বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা।’
তবে শুধু বিবাহ জীবনে নয় বলিউডেও ২৫ বছরের ক্যারিয়ার অতিক্রম করলেন তিনি। তারকার ক্যারিয়ারের শুরুটা সফলতা দিয়ে হলেও একটা দীর্ঘ সময় ধরে তার হাতে কোন কাজ ছিলো না। তবে ‘রেস-থ্রী’ এর মাধ্যমে পুনরায় ফিরেছেন তিনি। এছাড়া ওটিটি প্লাটফর্মেও বেশ কিছু ছবি মুক্তি পেয়েছিল তার। নেটফ্লিক্সে ‘ক্লাস অফ ৮৩’ – তে অভিনয়ের মাধ্যমে নিজের যোগ্যতা সম্পর্কে পুনরায় জানান দেন তিনি।