তিন রূপে আসছেন বুবলী

২১শে মে প্রকাশ পেয়েছিল শাকিব খানের ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমার প্রথম লুক। তিনি নিজেই জানিয়েছিলেন সিনেমায় তাকে এই রূপে দেখা যাবে।

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হল ছবিটির নায়িকা শবনম বুবলীর লুক। তবে একটি নয়, তিনটি রূপে পাওয়া গেলো এই নায়িকাকে। এতে তাকে দেখা যাচ্ছে সালোয়ার-কামিজ, বাঙালি শাড়ি এবং পাশ্চাত্য পোশাকে।

২৪মে বেলা ঠিক ৪টায় অভিনেত্রী নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে জানান দিলেন ‘লিডার-আমিই বাংলাদেশ’ সিনেমায় তাকে এই দর্শনে দেখা যাবে।

বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক সৈয়দ আশিক রহমান জানিয়েছেন, ছবিটির দৃশ্য ধারন করা হবে ২৫মে থেকে। এরই আগেই প্রতিষ্ঠানটি সিনেমার দুটি প্রধান চরিত্রের লুক প্রকাশিত করলেন। দর্শকদের উৎসাহ বাড়িয়ে দেওয়াই হয়তো তাদের উদ্দেশ্য! সিনেমাটি পরিচালনা করেছেন তপু খান।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন