নীরব হোসেন একাধারে একজন অভিনেতা ও মডেল। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। তিনি বেশ কয়েকটি বিজ্ঞাপন ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। পরবর্তীতে বাংলালিংক বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। টেলিভিশনে অভিনয়ের পাশাপাশি তিনি চলচ্চিত্রে কাজ শুরু করেন। এরপর একাধারে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ও করেছেন।
সম্প্রতি এই অভিনেতা তার আসন্ন সিনেমা ‘তিতুমীর’ ছবির অফিসিয়াল পোস্টার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন। পোস্টটি শেয়ার করে অভিনেতা শিরোনামে লিখেছেন, ‘আসছে’। এই সিনেমায় তাকে সৈয়দ মীর নিসার আলি তিতুমীরের জীবন অবলম্বনে তিতুমীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি পরিচালক হিসেবে আছেন দোয়েল রহমান। প্রযোজনায় আছেন আজম খান এবং এটি শিশির কথাচিত্র থেকে নির্মিত। ছবিতে সংগীত পরিচালনায় আছেন আরেফিন রুমী, বেলাল খান, ইমরান মাহমুদুল ও আহমেদ হুমায়ুন।
এছাড়া এই অভিনেতাকে অন্যন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় অভিনয় করতে দেখা যাবে। এই সিনেমায় নীরবের বিপরীত প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন রাফিয়াথ রশিদ মিথিলা।