টিভি নাটক, মঞ্চ ও চলচ্চিত্র প্রাঙ্গনের জনপ্রিয় অভিনেতা তারিক আনাম খান। অভিনেতার অন্যতম আরেকটি পরিচয় তিনি একজন মুক্তিযোদ্ধা। তিনি পর পর দু’বার অর্জন করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। একটি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে এবং অপরটি খলনায়ক বিভাগ থেকে।
বরেণ্য শিল্পীর জন্মদিন ছিল ১০ মে। জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার পরিবার, বন্ধু, সহকর্মীরা ও অসংখ্য অনুরাগী।
বাবার জন্মদিনে ছেলে আরিক আনাম খান শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে লিখেছেন, ‘আজ সেই মানুষটির জন্মদিন, যে আমাকে দিয়েছে সবকিছু। দিয়েছে সবকিছুর চাইতেও বেশি। আমি সত্যিই অনেক সৌভাগ্যবান যে, এমন একজন বাবা, বন্ধু ও গুরু পেয়েছি।’ আরিক আনম তার চাওয়া সম্পর্কে জানিয়ে আরও লেখেন, ‘এর চাইতে বড় আর্শিবাদ আর নেই আমার জন্য। আশাকরি তোমার বাকি সব স্বপ্ন, আশা পূরণ হোক। সন্তান হিসেবে তোমাকে যেনো গর্বিত বোধ করতে পারি, আনন্দে রাখতে পারি- এটাই চাওয়া। শুভ জন্মদিন বাবা। ‘