দেশের ১০ কণ্ঠশিল্পীর অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ১০ পর্বের সঙ্গীতানুষ্ঠান ‘দ্যা পিয়ানো লাউঞ্জ’।
আগামী ২ সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে ‘দ্যা পিয়ানো লাউঞ্জ’ চ্যানেল আইয়ে প্রচারিত হবে। অনুষ্ঠানটি পরদিন দুপুর ১২টায় পুনঃপ্রচারিত হবে এবং চ্যানেল আই মিউজিকের ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।
চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, “সঙ্গীতের প্রতি চ্যানেল আইয়ের ভালোবাসা সব সময় অন্য রকম। সে কারণে বেশ কিছু ভালো শিল্পী প্রতিযোগিতার মাধ্যমে তুলে এনে আমরা উপহার দিয়েছি। ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ একেবারে অন্য ধারার একটি গানের আয়োজন। দেশের সব ধরনের তারকা শিল্পীদের গান থাকবে এখানে।“
অনুষ্ঠানটিতে গান করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শফি মণ্ডল, শাফিন আহমেদ, তাহসান খান, বাপ্পা মজুমদার, তানভীর আহমেদ সজীব, পিন্টু ঘোষ ও অণিমা রায়। অনুষ্ঠানটির সঙ্গীত পরিচালনা করেছেন ব্যান্ড তারকা মানাম আহমেদ।
মানাম আহমেদ বলেন, “রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক — সব ধরনের গান পিয়ানোতে করার চেষ্টা করেছি। ৪৫ বছরের সংগীতজীবনের অভিজ্ঞতা এখানে কাজে লাগিয়ে দর্শক–শ্রোতাদের জন্য অন্য ধারার কাজ উপস্থাপন করার চেষ্টা করেছি।“
অণিমা রায় বলেন, “রবীন্দ্রনাথের গান এই অনুষ্ঠানের পরিমিতিবোধের মধ্যে উপস্থাপনা করা হয়েছে, যেমনটা আমরা সব সময় চাই।“
ফাহমিদা নবী বলেন, “যে কাজগুলো মিউজিশিয়ানরা চান, ঠিক তেমনই এক অনুষ্ঠান ‘দ্য পিয়ানো লাউঞ্জ’। মানুষ এই অনুষ্ঠান অন্যভাবে গ্রহণ করবে, আমার দৃঢ় বিশ্বাস।“