এক সময়ের আলোচিত প্রেম কাহিনি ছিল বিরাট ও তামান্না জুটি। একসাথে একটি বিজ্ঞাপনে অংশগ্রহণও করেছিলেন তারা। তবে তাদের সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে আলোচনায় আসেননি বিরাট-তামান্না। তবে শনিবার সোশ্যাল মিডিয়ায় হঠাৎ দুজনকে একসাথে একটি প্রাইভেট জেটে দেখা গেছে বলে নেটিজনদের আলোচনায় উঠে এসেছেন তারা।
ঘটনার সূত্রপাত হলো ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ছবিকে নিয়ে। তা নিয়ে নেটিজনদের নানা প্রশ্ন পুরনো প্রেমিক-প্রেমিকা যাচ্ছেন কোথায় ? ছবিতে একসময় প্রাইভেট জেটে বসে থাকতে দেখা গিয়েছে তামান্না। ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তামান্না। হাতে খাবারের ট্রে এবং পিছনে একপাশে একটি মেয়ে ও অপর পাশে একজন পুরুষ। এই ছবি দেখে নেটিজনদের নানা প্রশ্নের শেষ নেই।
পিছনে থাকা ছেলেটি আসলে বিরাট নয়, অভিনেত্রীর মেকাপ আর্টিস্ট ফ্লোরিয়ান হুরেল। নেটিজনদের মতে, বিরাটের ফ্লোরিয়ানের মুখের আদলটা অনেকটাই মিল রয়েছে। আর তাই অনেকেই এ দুজনকে এক ভেবে নানা প্রশ্ন করে যাচ্ছেন।
শীঘ্রই এই অভিনেত্রীকে দেখা যাবে ‘বোলে চুড়িয়া’ সিনেমায় যেখানে এই অভিনেত্রীর বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নওয়াজ উদ্দিন সিদ্দীকিকে।