তবে কি তিক্ততা দূর হবে কঙ্গনা ও করণ জোহরের ?

দুই মেরুর দুটি মানুষ। বছরের পর বছর দুজনের সম্পর্ক যেনো অহি আর নকুলের সম্পর্ক। এমনকি অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পরিচালক করণ জোহরকে ‘মুভি মাফিয়া’ নামও দিয়েছিলেন। এছাড়াও এই অভিনেত্রী আরও বলেছিলেন গোসিপ করার জন্য তিনি একটি সরাসরি রিয়েলিটি শো অপেন করেছেন ‘কফি উইথ করণ’ শিরোনামে। কঙ্গনার মতে এই শোতে পরিচালক সরাসরি একে অপরের বদনাম করে থাকেন।

তবে সম্প্রতি চমক দেওয়ার মতো একটি ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। তিনি তার এক অনুরাগীর টুইট করা একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে কঙ্গনার নতুন ছবি ‘থালাইভির’ একটি গানে মনের সুখে নাচ করতে দেখা যাচ্ছে করণ জোহরকে। এটা কি প্রচারণা ছিল কঙ্গনার হয়ে ? তবে কি দূর হবে দুজনের বহু দিনের রাগ,তিক্ততা।

তবে করণ জোহর সত্যিকার অর্থে এ গানে নাচ করেননি। তার পুরনো একটি নাচের ভিডিওতে “চলিচলি” গানটি জুড়ে দেওয়া হয়েছে। এই ভিডিও টুইটারে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, “এখনো অবধি দেখা সেরা ভিডিও”। সাথে যুক্ত করে দিয়েছে হ্যাশট্যাগ চ্যালেন্জচলিচলি। অর্থাৎ এই গানের সাথে নাচের চ্যালেন্জ শুরু করেছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন