বিজেপি সমর্থক তথাগত রায়ের করা টুইট ৪ মে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বির্তক সৃষ্টি করে দিয়েছিল। বিজেপির নায়িকা প্রার্থীদের ‘নগরীর নটী’ বলে কটুকথা বলেন তথাগত রায়। নায়িকারা পার্টির টাকা উড়িয়ে আনন্দ উল্লাস করারও অভিযোগ আনেন তিনি। এর আগে এই বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। এবার তার করা টুইটের জবাব দিলেন অভিনেত্রী তনুশ্রী।
অভিনেত্রী তনুশ্রী দত্ত তার টুইটারে লেখেন, ‘একজন আত্মসচেতন নারী হিসেবে আমি এই টুইটটা লিখছি। গতকাল নারীদের নিয়ে একটি অসংবেদনশীল মন্তব্য করা হয়েছে। প্রয়াত সুষমাজি, স্মৃতিজি-র মতো মহান নেত্রীও এই বিজেপি পরিবারে ছিলেন বা আছেন। এই ধরনের মন্তব্য মেয়েদের জন্য অসম্মানজনক, যারা আজীবন সম্মান নিয়ে কাজ করেছে।’
অভিনেত্রী তনুশ্রী আরও লেখেন, অভিনেত্রীর মতে পাবলিক প্লাটফর্মে তাদের তিনজনকে নিয়ে এমন মন্তব্য শুধু অপমানজনক নয় সেই সাথে তাদের আহতও করা হয়েছে। তিনি আরো জানান, পার্টির কর্মকর্তা হিসেবে এই বিষয় নিয়ে তিনি আভ্যন্তরিণ আলোচনা করবেন।