ঢালিউড সিনেমায় অঙ্কুশ-ঋতুপর্ণা

ঢালিউড ইন্ডাস্ট্রিতে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পথ চলা নতুন নয়। এর আগে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে শুরুটা হয়েছিল ১৯৯৭ সালে ‘স্বামী কেন আস্বামী’ দিয়ে এবং সর্বশেষ ২০১৮ সালে ‘একটি সিনেমার গল্প’-তে অভিনয় করেছিলেন।

ঢালিউড ইন্ডাস্ট্রির আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার আসন্ন দুটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন কলকাতার জনপ্রিয় দুই তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত ও অঙ্কুশ হাজরা। দুটি সিনেমার মধ্যে একটি সিনেমার নাম ‘জখম’। এই সিনেমাটি পরিচালনা করবেন অপূর্ব-রানা জুটি।

অপর সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি তবে সিনেমাটি পরিচালনা করেবেন জাকির হোসেন রাজু। তথ্যটি নিশ্চিত করে এনটিভিকে জানিয়েছেন শাপলা মিডিয়ার হেড অব প্রোডাকশন অপূর্ব রায়। তিনি বলেন, ‘চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে সিনেমা দুইটির শুটিং শুরু হবে। অভিনয়শিল্পীদের সাথে চূড়ান্ত আলোচনা হয়েছে। তারা অভিনয়ের সম্মতি দিয়েছেন। ‘

‘জখম’ সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে নায়ক জায়েদ খানকে। যেখানে তিনি ঋতুপর্ণা সেনগুপ্তের ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন