সত্তর দশকের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা। ২০ এপ্রিল ছিল তার জন্মদিন। ষাটের দশকে রাজবাড়ীতে তার জন্ম। শৈশব থেকেই সিনেমার প্রতি ছিল তার ভালোবাসা। রিকশার পেছনে শাবানা-কবরীর ছবি দেখলেই পিছু নিতেন।
দৈনিক প্রথম আলোকে তিনি জানিয়েছেন, ‘জীবন নিয়ে আমার কোনো আফসোস নেই। নেই কোনো আক্ষেপ। যা আছে, তা-ই নিয়েই আমি সন্তুষ্ট। মাঝেমধ্যে কোনো কিছু মনের মধ্যে উঁকি দিলে বোরকা পরে ঘর থেকে বেরিয়ে পড়ি। ফুটপাত ধরে হাঁটতে থাকি। পিঠা বিক্রেতা, চা-দোকানদারদের সঙ্গে কথা বলি। তাদের জীবনটা উপলব্ধি করার চেষ্টা করি। মনে হয়, আমি তো অনেক ভালো আছি’।
অভিনেত্রী রোজিনা পাঁচ দশকে দুই শতাধিক ছবিতে অভিনয় করে পেয়েছেন মানুষের ভালবাসা। তবে দীর্ঘ ১৫ বছর অভিনয় জগত থেকে দূরে ছিলেন। সম্প্রতি সিনেমা পরিচালনা শুরু করেছেন। সরকারের অনুদানে বানাচ্ছেন ‘ফিরে দেখা’ নামের ছবি। এতে পরিচালনার পাশাপাশি অভিনয়ও করবেন তিনি।
রোজিনার বসবাস ঢাকা ও লন্ডনে। সেই ১৯৯৫ সাল থেকে বছরে কয়েক মাসের জন্য আসেন বাংলাদেশে, আবার চলে যান।