ডোন্ট কেয়ার দিঘী

সম্প্রতি মুক্তি প্রাপ্তি সিনেমা ‘তুমি আছো তুমি নেই ‘ছবিটির ট্রেইলার ও পোস্টার প্রচার হয়েছে। ইতিমধ্যেই ট্রেইলার ও পোস্টার দেখে সমালোচনার ঝড় যেনো ঢালিউড পাড়ায় রটে গেছে। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত সিনেমার নায়িকা যার অভিষেক হওয়ার প্রথম ছবি যদিও সিনেমাটি দিঘীর দ্বিতীয় করা কাজ যা প্রথম ছবির আগেই ১২ই মার্চ মুক্তি পেতে যাচ্ছে। ট্রেইলারটি মুক্তি পাওয়ার পর থেকেই অভিনেত্রী দিঘী নিজেই খুব আশাহত হয়েছে বলো দাবি করেছেন। তিনি নিজেই জানতেন না ছবিটি এতো নিম্ন মানের। সেই সাথে তিনি আরও বলেছেন এই ছবি কেউ দেখুক বা না দেখুক তাতে তার কোনো কিছুই আসে যায় না। পরিচালক দিঘীর এই ব্যবহারে খুবই রাগান্বিত হয়েছেন তার মতে দিঘী এতো বড় দুঃসাহস পায় কোথা থেকে যে এধরনের মন্তব্য করেন।যে কিনা নিজেই এই সিনেমার নায়িকা। তিন আরও বলেন, আমি অসংখ্য বিগ বাজেটের ছবি নির্মাণ করেছি যা একের পর এক সুপারহিট। অবশ্যই দিঘীর উপর ১ কোটি টাকার মামলা করবো বলে জানিয়েছেন পরিচালক।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন