‘ডিসপিকেবল মি ফোর’ আসছে

‘মিনিয়ন’প্রেমীর জন্য একটি সুখবর, আরেকটি মনখারাপ করা খবর আছে। সুখবরটি হলো, বছর বহুল প্রতীক্ষিত অ্যানিমেশন সিনেমা ‘ডিসপিকেবল মি ৪’ আসছে। মনখারাপ করা খবর হলো, এটি আসবে ২০২৪ সালে! করোনা পরিস্থিতির কারণে নির্মাতা প্রতিষ্ঠান ইউনিভার্সাল স্টুডিওস সিনেমাটির জন্য একটি নতুন তারিখ নির্ধারণ করেছে।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম হলিউড রিপোর্টার বলছে, আরেক নির্মাতা প্রতিষ্ঠান ইলুমিনেশন থেকে ২০২৪ সালের ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। গতকাল শুক্রবার এলো এই ঘোষণা। ‘ডিসপিকেবল মি ৪’-এ আবারো ভয়েস আর্টিস্ট হিসেবে থাকছেন স্টিভ ক্যারেল, ক্রিস্টেন উইগ, পিয়েরে কফিন, মিরান্ডা কসগ্রোভ, স্টিভ কুগানের মতো তারকারা।

সিনেমাটি পরিচালন করবেন ক্রিস রেনো। তিনি এই সিরেজর প্রথম দুটি সিনেমা নির্মাণ করেছেন। আর  প্যাট্রিক ডিলাজ থাকবেন সহ-পরিচালক হিসেবে। আর চিত্রনাট্য করবেন মাইক হোয়াইট।
উল্লেখ্য, ইউনিভার্সাল স্টুডিওস-এর ‘দ্য ডিসপিকেবল মি’ এবং ‘মিনিয়নস’ সিনেমাগুলো এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি আয় করেছে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন