ডেলিভারি বয়দের নিয়ে টলিউডে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘কর্নেল হাউস’।
ডেলিভারি বয়দের সময়ে বাঁধা জীবন, কাস্টমারের সঙ্গে সম্পর্ক সহ নানা তিক্ত অভিজ্ঞতা নিয়ে ‘কর্নেল হাউজ চলচ্চিত্রটি নির্মাণ করছেন তরুণ পরিচালক অভিষেক মণ্ডল। রহস্য গল্পের মোড়কে নির্মাণাধীন এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আর্য দাশগুপ্ত এবং দেবলীনা গঙ্গোপাধ্যায়।
চলচ্চিত্রের মুখ্য চরিত্রের অভিনেতা আর্য দাশগুপ্ত বলেন, “অভিষেকদার সাথে প্রথমবার কাজ করলাম। খুব মজা করে শ্যুটিং করেছি আমরা।“ অভিনেত্রী দেবলীনা গঙ্গোপাধ্যায় জানান, অনেকদিন পর এরকম একটা গল্পে কাজ করতে পারে খুশি তিনি।
পরিচালক অভিষেক মণ্ডলের প্রথম কাজ ‘কর্নেল হাউজ’ চলচ্চিত্রটি। তিনি জানান, নিজের প্রথম কাজে সবাইকে পাশে পেয়ে খুশি তিনি। খুব শীঘ্রই চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।