১৭ সেপ্টেম্বর স্ট্রিমিং প্লাটফর্ম ডিজনি প্লাসে মুক্তি পেতে যাচ্ছে তামিল হরর-কমেডি চলচ্চিত্র ‘অ্যানাবেল সেথুপাঠি’।
বিজয় সেথুপাঠি এবং তাপসি পান্নুর অভিনয়ে ‘অ্যানাবেল সেথুপাঠি’ চলচ্চিত্রের ট্রেলার গত ৩০ আগস্ট মুক্তি পেয়েছে। বিজয় ও তাপসির মালিকানায় ছিল এমন এক ভৌতিক বাড়িকে কেন্দ্র করে চলচ্চিত্রের গল্প – ট্রেলারে এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে। চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন রাদিকা সারাথ কুমার, ইয়োগি বাবু, ভেনেলা কিশোর এবং রাজেন্দ্র প্রসাদ। প্রায় পুরো চলচ্চিত্রেরই শুটিং হয়েছে জয়পুরে।
তাপসি অভিনীত এর আগের তামিল চলচ্চিত্র ছিল ‘গেইম ওভার’। অক্ষয় কুমারের ‘বেবি’ চলচ্চিত্রের রিমেক ‘জানা গানা মানা’ চলচ্চিত্রেও অভিনয় করতে যাচ্ছেন তিনি। এখানে তার সঙ্গে অভিনয় করবেন জায়াম রাভি। এছাড়াও তেলেগু থ্রিলার ‘মিশাল ইম্পসিবল’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি।
গত বছর বলিউড তারকা আমির খানের ‘লাল সিং চাড্ডা’ চলচ্চিত্রের ‘বুব্বা’ চরিত্রটি দিয়ে হিন্দি চলচ্চিত্রে বিজয়ের হাতেখড়ির কথা ছিল। তবে করোনা পরিস্থিতিতে সময়সূচী নিয়ে সমস্যায় পড়ায় এই চলচ্চিত্রে তিনি অভিনয় করেননি। বিজয় বর্তমানে কামাল হাসানের তামিল অ্যাকশন থ্রিলার ‘ভিক্রাম’ চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত আছেন। তার সবচেয়ে সাম্প্রতিক তামিল চলচ্চিত্র ‘মাস্টার’।