কারিনা কাপুর খান ও সাইফ আলী খানের সদ্য ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্ম দিয়েছেন। প্রথম পুত্র সন্তানের পর এটি তার দ্বিতীয় সন্তান। এখনো বাচ্চার ছবি সম্পুর্ন সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়নি। তবে অভিনেত্রী কারিনা কাপর খান তার সন্তানের সাথে কাটানোর সময় গুলো তার ভক্তদের মাঝে শেয়ার করে যাচ্ছেন। আজ তিনি রোদের আলোয় তার নিজের একটি অর্ধ ভাগ ছবি পোস্ট করে যার শিরোনামে ছিলো ‘ঠিকআছে আরও ডায়াপার পরানোর প্রস্তুতি নিচ্ছি’। ছবিটিতে দেখা যাচ্ছে এলোমেলো খোলা চুলে আর মেকাআপ ছাড়া চেহারাতেও যেনো লাবণ্যতা ছড়িয়ে পরেছে কারিনা কাপুর খানের চেহারায়। সন্তানকে নিয়ে অভিনেত্রী কারিনা কাপুর খান বেশ ব্যস্ত সময় পার করছেন বলে ধারণা করা যায়।