ঈদের পর থেকেই সিনেমার কাজে ব্যস্ত হয়ে গেলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ১৭ তারিখ থেকে এফডিসিতে শুরু হয়েছে তার নতুন সিনেমার শুটিং।
সিনেমার নাম ‘প্রেম প্রীতি বন্ধন’ সিনেমাটি পরিচালনা করছেন সোলায়মান আলি লেবু। পেশায় তিনি একজন ঠিকাদার। এই প্রথম তিনি সিনেমা পরিচালনা করছেন। তবে এর আগে তার গল্পে নির্মিত হয়েছিল ‘আক্কেল আলীর নির্বাচন’ নামে একটি সিনেমা।
সিনেমা সম্পর্কে নিউজবাংলাকে লেবু বলেন, ‘সিনেমার এই অবস্থায় আমি লাভের আশা করছি না। সিনেমাকে ভালোবেসে কাজটি করতে এসেছি।’
পরিচালক আরও জানিয়েছেন সিনেমাটি সম্পূর্ন রোমান্টিক ঘরানার কাহিনি নিয়ে নির্মিত। এফডিসিতে শুটিংয়ের কাজ চলবে আপাতত ১০ দিন।
এই সিনেমায় উপদেষ্টা পরিচালক হিসেবে আছেন দেলোয়ার জাহান ঝন্টু। সিনেমাটি প্রযোজনা করছে উপমা কথাচিত্র।
অভিনেত্রী অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন জয় চৌধুরী। সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে মিশা সওদাগর, তাহমিনা মৌ, এল আর খান, হাুরুন কিসিঞ্জার, ববি, হায়দার আলী, জাদু আজাদসহ আরও অনেককেই।