সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ (৯ ডিসেম্বর) ভোরে বাঁকুড়া থেকে কলকাতায় ফেরার পথে এই দুর্ঘটনায় পড়েন তিনি।
সায়ন্তিকা অভিনয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল দলের সম্পাদক পদে আছেন। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানায়, জনসংযোগের কাজে গত এক সপ্তাহ ধরে তিনি বাঁকুড়াতেই ছিলেন। সেখান থেকে ফেরার পথে পশ্চিম বর্ধমানের রাজবাঁধ এলাকায় ১২ চাকার একটি লরি সায়ন্তিকার গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়ির এক পাশ পুরোপুরি দুমড়ে যায়, হাতে আঘাত পান সায়ন্তিকা। গাড়িতে থাকা বেশ অন্যেরাও কমবেশি আহত হয়েছেন।
দুর্ঘটনার কারণে কলকাতায় না ফিরে বাঁকুড়া ফিরে গেছেন সায়ন্তিকা। ট্রাকটি আটক করেছে কাঁকসা থানার পুলিশ। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।