প্রিয়াঙ্কা চোপড়া বলিউড থেকে শুরু করে হলিউড পাড়ায় ও যার সুনাম অর্জনের কোনো শেষ নেই। অভিনয়ের পাশাপাশি গান এবং পরিচালনার কাজেও তিনি সম্পৃক্ত আছেন।
বর্তমানে বিবাহ সূত্রে তিনি এখন হলিউডে বসবাস করছেন এবং স্বামী ও তার পরিবার নিয়ে বেশ আনন্দে আছেন এই অভিনেত্রী।
সম্প্রতি তিনি তার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করায় যা নেটিজনদের মাঝে সমালোচনার ঢেউ বইছে। অনেকেই তার এই বল্ড লুকে ব্যাপক প্রশংসা ও করছেন আবার অনেকই তা নিয়ে হাসি তামাশা ও করছে।
ছবিটির লুকে তাকে যাচ্ছে কালো রংয়ের একটি পোশাক ও লম্বা হাই-হিল। নতুন একটি চুলের স্টাইল ও হাতে বাস্কেট বল নিয়ে দাঁড়িয়ে আছেন বাস্কেট খেলার ঘরে।
আর শিরোনামে দিয়েছেন “wanna play’?
পোস্ট করার পর থেকেই যার লাইক হয়েছে অসংখ্য।
তবে এটি ‘ Vogue’ ম্যাগাজিনের ফটোশুটের জন্য ক্লিক করা হয়েছে যা ছবির দিখে নজর দিলেই তা স্পষ্ট বোঝা যায়।