ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনার তারকাবহুল চলচ্চিত্র ‘হলুদবনি’ আবারও টেলিভিশনের পর্দায় দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।
১৮ সেপ্টেম্বর দুপুর ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে ‘হলুদবনি’ চলচ্চিত্রটি দেখানো হয়। চলচ্চিত্রের প্রধান চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায় ও পাওলি দাম।
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের ‘হলুদবনি’ উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে চলচ্চিত্রটি। এর আগে এই চলচ্চিত্রে নিজের চরিত্র সম্পর্কে কোনো ধরনের ধারণা দিতে রাজি হননি তিশা। বলেছিলেন, “এই ছবিতে যে ধরনের চরিত্রে অভিনয় করেছি, এর প্রতি দর্শকদের ভালোবাসা ও মায়া হবে। ছবির গল্পটিও সবাই পছন্দ করবেন।“
যৌথ প্রযোজনার ‘হলুদবনি’ চলচ্চিত্রটি বাংলাদেশ থেকে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম। পরিচালনায় আছেন বাংলাদেশের তাহের শিপন ও ভারতের মুকুল রায় চৌধুরী, আর চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভা দাশগুপ্ত।
গত বছরের আগস্টে চলচ্চিত্রটি বাংলাদেশ ও ভারতে একযোগে মুক্তি পায়।