আগামীকাল ১৫ সেপ্টেম্বর চ্যানেল আইয়ে সম্প্রচারিত হবে টেলিফিল্ম ‘মহিলা ঋণদান সমিতি’।
মোহাম্মদ জুয়েল রানা পরিচালিত ‘মহিলা ঋণদান সমিতি’ টেলিফিল্মে দেখা যাবে, নারীদের স্বাবলম্বী করে তুলতে পাড়ার বেকারেরা মিলে খোলেন ঋণদান সমিতি। ঋণ দিতে ও নিতে গিয়ে সমিতির সদস্যেরা অনেকে প্রেমে পড়ে যায়, কেউ হয় প্রতারণার শিকার। নারী সেজে অনেক পুরুষ এসে ঋণ নিয়ে পালিয়ে যায়। কেউ আবার সমিতির কর্তাদের সঙ্গে প্রেমের অভিনয় করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। সমিতির সদস্য বান্টি এদিকে লিজার প্রেমে পড়ে যায়। লিজার বাড়িতে একের পর এক বিয়ের প্রস্তাব আসতে শুরু করলে বান্টিকে চাকরি খুঁজে প্রতিষ্ঠিত হতে চাপ দেয় সে। অথচ বান্টির স্বপ্ন, ঋণদান সমিতি একদিন বড় প্রতিষ্ঠান হয়ে উঠবে। কিন্তু ধীরে ধীরে দেউলিয়া হয়ে যায় মহিলা ঋণদান সমিতি।
‘মহিলা ঋণদান সমিতি’ টেলিফিল্মের কাহিনি লিখেছেন ইমন চৌধুরী এবং চিত্রনাট্য সৈয়দ মহিদুর রহমান। বান্টি চরিত্রে আনিসুর রহমান মিলন এবং লিজা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এতে আরো অভিনয় করেছেন ফারুক আহমেদ, আইনূন নাহার, তারিক স্বপন, সাবিনা রনি, নুরুন্নবী, কামরুজ্জামান, লাভলী ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন, নাবিল প্রমুখ। আগামীকাল বেলা ৩টা ৫ মিনিটে চ্যানেল আইয়ে টেলিফিল্মটি সম্প্রচারিত হবে।