টিকা নেওয়ার পর করোনায়ও আক্রান্ত হলেন আশুতোষ রানা!

করোনা টিকার প্রথম ডোজ নেওয়ার পরেও আক্রান্ত হলেন বলিউড এই তারকা। মঙ্গলবার ফেসবুক পোস্টে নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান এই অভিনেতা।

গত ৬ এপ্রিল করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন আশুতোষ রানা। টুইটারে ছবি পোস্ট করে সেকথা জানিয়েছিলেন অভিনেতার স্ত্রী,অভিনেতা রেণুকা সাহান।

হিন্দু নববর্ষ এবং নবরাত্রির উপলক্ষ্যের কথা উল্লেখ করে অভিনেতা লেখেন, ‘যদি আপনি খুব শুভ দিনে আপনার শরীরে রোগের সম্পর্কে জানতে পারেন,তবে এর চেয়ে  ভাগ্যবান আর কিছুই হতে পারে না। দেবীর দূর্গার আর্শীবাদ যে আমি আজ একটি সভায় জানতে পেরেছি যে আমি করোনায় আক্রান্ত’। এছাড়া অভিনেতা আরও জানান,এরই মধ্যে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা সবাই যেনো করোনা পরীক্ষা করিয়ে নেয়।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন