সিএমভির ব্যানারে নির্মিত হচ্ছে সামনের ঈদের জন্য নতুন একটি নাটক। যেখানে প্রধান চরিত্রে দেখা যাবে আফরান নিশো ও তানজিন তিশাকে। পরিচালক মিজানুর রহমান আরিয়ানের ‘হ্যালো শুনছেন’ শিরোনামের এই নাটকটির চিত্রনাট্যও লিখেছেন নির্মাতা নিজে। গল্প লিখেছেন রাসায়াত রহমান জিকো।
বাংলা ট্রিবিউনকে নির্মাতা আরিয়ান বলেন, ‘এটা অদ্ভূত প্রেমের গল্প। বিশেষ করে ছেলেটার চরিত্র অদ্ভুত। এক বৃষ্টির দিনে একটি টি-স্টলে আটকা পড়েন গল্পের পাত্র-পাত্রী। আমরা গল্পটিকে সত্যি করে তুলতে টানা তিন দিন শুটিং করেছি বৃষ্টির মধ্যে। এটি অবশ্য কৃত্রিমভাবে তৈরি। আশা করছি দর্শকদের ভালো লাগবে কাজটি।’
এই নাটকটিতে তিশা ও নিশো ছাড়াও আরো রয়েছেন সেতু, আজম খান, মম আলী প্রমুখ।
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদে সিএমভির ব্যানারে মুক্তি পাচ্ছে এক ডজন বিশেষ নাটক। যার মধ্যে অন্যতম হলো পরিচালক আরিয়ানের কাজ। ঈদের সাত দিন নাটক গুলো ধারাবাহিকভাবে প্রকাশিত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।