কলকাতার আরেকটি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা। শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’ চলচ্চিত্রে তার সহশিল্পী টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দৈনিক আনন্দবাজার পত্রিকা জানায়, চলচ্চিত্রে প্রসেনজিৎতের বোনের চরিত্রে খুব স্বল্প পরিসরে মিথিলাকে দেখা যেতে পারে। অবশ্য এখনও এ খবর নিশ্চিত করেননি পরিচালক বা মিথিলা কেউই।
‘আয় খুকু আয়’ চলচ্চিত্রটি প্রযোজনা করছে টলিউড তারকা জিতের প্রতিষ্ঠান ‘জিত্ ফিল্ম ওয়ার্কস’। সম্প্রতি চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়েছে; ১৫ নভেম্বর থেকে শুটিংও শুরু হয়েছে। চলচ্চিত্রে দ্বৈত চরিত্রে অভিনয় করছেন প্রসেনজিৎ, যার একটি ‘বাবা’ চরিত্র। এই চরিত্রের জন্য তিনি নতুন এক চমকপ্রদ রূপে আসছেন। নিজের টাক মাথার একটা ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করে প্রসেনজিৎ লিখেছেন, “এটা আমাদের ‘আয় খুকু আয়’ সিনেমার লুক।’’
নির্মাতা শৌভিক বলেন, “ছবিটা একটি মফস্বলের বাবা ও মেয়ের গল্প। বাবার চরিত্রে রয়েছেন বুম্বাদা (প্রসেনজিৎ) এবং তার মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া। এই মুহূর্তে গল্প নিয়ে এটুকু বলতে পারি, এটি আবেগপ্রবণ একটা গল্প। বুম্বাদাকে ছাড়া ছবিটা একেবারেই হতো না। তার একটা বিশেষ কারণ আছে। আমি আর জিৎদা সিদ্ধান্ত নিয়েছিলাম, বুম্বাদা রাজি না হলে, ছবিটাই করবো না।’’
প্রসেনজিৎ, দিতিপ্রিয়া ছাড়াও ‘আয় খুকু আয়’ চলচ্চিত্রে অভিনয় করবেন সোহিনী সেনগুপ্ত, বুদ্ধদেব ভট্টাচার্য, শঙ্কর দেবনাথ, সত্যম ভট্টাচার্য, রাহুল দেব বোস সহ অনেকে।