টলি পাড়ায় করোনার হানা

করোনায় আক্রান্ত টলি সুন্দরী শুভশ্রী চক্রবর্তী। শুভশ্রী কোভিড আক্রান্ত হলেও ছেলে ইউভান সুস্থ আছে, সোশ্যাল মিডিয়ায় এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী। করোনার রিপোর্ট পজিটিভ আসায় আরবানার ফ্ল্যাটে নিভৃতবাসে রয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমার ছেলে, ইউভান একদম সুরক্ষিত রয়েছে, ও ওর কেয়ারটেকার এর কাছে আছেন। রাজ ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারান্টাইনে রয়েছি। এবং সব রকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পরুন, স্যানিটাইজ করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে সকলে সুরক্ষিত থাকুন’। অভিনেত্রীর শুভাকাঙ্ক্ষী সকলেই তার সুস্থতার জন্য কামনা করছেন।

অপরদিকে টলিউড অভিনেতা জিৎ গাঙ্গুলি। ১৬ মার্চ করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন। টিকা নেওয়ার পরেও কোভিড আক্রান্ত হলেন এই অভিনেতা। শ্যুটিংয়ে ফিরেই করোনায় আক্রান্ত হলেন অভিনেতা জিৎ। উল্লেখ্য, গত সপ্তাহে তাকে ড্যান্স ড্যান্স সিজন ১০ এর শুটিংয়ের কাজে অংশগ্রহণ করতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানালেন অভিনেতা। আপাতত নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন তিনি। চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। সেই সাথে বিগত কয়েকদিনে তার সংস্পর্শে আসা সকলেকে করোনা পরীক্ষা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন