টরোন্টোতে ‘রূপসা নদীর বাঁকে’

কানাডার টরোন্টোতে চতুর্থ আন্তর্জাতিক মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বাংলাদেশি চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’।
২৩ সেপ্টেম্বর টরোন্টো ফিল্ম ফোরাম আয়োজিত চতুর্থ আন্তর্জাতিক মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসব শুরু হবে। আর এই উৎসবে উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে তানভীর মোকাম্মেল পরিচালিত ‘রূপসা নদীর বাঁকে’। জানা গেছে, এবারের উৎসবে কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র মিলিয়ে মোট ৩০০ চলচ্চিত্র প্রদর্শিত হবে।
বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত ‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রটি একজন ত্যাগী বামপন্থী নেতার জীবন নিয়ে তৈরি, যাকে মুক্তিযুদ্ধের সময় রাজাকাররা হত্যা করে। স্বদেশি আন্দোলন, তেভাগা আন্দোলন, রাজশাহী জেলের খাপড়া ওয়ার্ডে কমিউনিস্টদের হত্যার মত ঘটনাগুলো একজন বিপ্লবীর জীবনের পরিপ্রেক্ষিতে উঠে এসেছে এই চলচ্চিত্রে। ২ ঘণ্টা ১৭ মিনিটের এই চলচ্চিত্রটির কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল নিজেই।
‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, আফজাল কবির, রাজীব সালেহীন, উত্তম গুহ, মাসুম বাশার, আবদুল্লাহ রানা, বৈশাখী ঘোষ, সংগীতা চৌধুরী, মিলি বাশার, জেবুন্নেসা টুনটুনি, পাভেল ইসলাম, শরীফ হোসেন ইমন, মোহসীন শামীম, ইকবাল আহমেদ, এনায়েত এ মাওলা জিন্না সহ অনেকে।

এমন আরো সংবাদ

সর্বশেষ বিনোদন