১১ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হচ্ছে সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় দুই ফুটবল দল আর্জেন্টিনা ও ব্রাজিল। পুরো বিশ্ব এখন অপেক্ষায় আছে দীর্ঘ দিন পর এই দুই টিমকে একসঙ্গে ময়দানে দেখার। ফুটবল প্রেমীরা এখন দুই দলে বিভক্ত। কে আর্জেন্টিনা কে ব্রাজিল দলের সমর্থক এ নিয়ে দুই দল সাপোর্টারদেরও চলছে হিসাব নিকাশ।
এদিকে ঢালিউড অভিনেত্রী অপু এবং তার ছেলে জয় খানের সঙ্গে শুরু হতে যাচ্ছে যুদ্ধ। ছোট জয় এখন তার মায়ের বিরুদ্ধে। তবে এ যুদ্ধ সেই যুদ্ধ নয়, অপু বিশ্বাস সাপোর্ট করছেন ব্রাজিল দল অন্যদিকে ছোট জয় সাপোর্ট করছে আর্জেন্টিনা। অপুর ফেসবুকে শেয়ার করা ছবি তাই বলছে।
অপু যে ব্রাজিলের সমর্থক এটা কারো অজানা নয়। কিন্তু তার ঘরে আর্জেন্টিনা সাপোর্টার আছে সেই বার্তাই দিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
কিন্তু ছোট জয় কি এখনো খেলা বোঝে? নাকি ভক্তদের কষ্ট না দেয়ার জন্য এই পন্থা অবলম্বন করেছেন অপু? সে প্রশ্নও উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।